টানা বৃষ্টির জেরে জল বাড়ছে আত্রেয়ী নদীতে, জলমগ্ন বালুরঘাটের একাধিক এলাকা

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুর, ২৬ সেপ্টেম্বরঃ উত্তরবঙ্গে টানা বৃষ্টির জেরে জল বাড়ছে বালুরঘাটের আত্রেয়ী নদীতে। শনিবার সকাল থেকে বালুরঘাটে বৃষ্টি বন্ধ থাকলেও আরো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। ফলে আত্রেয়ী নদীর জল আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, বালুরঘাটের আত্রেয়ী নদী সংলগ্ন নীচু এলাকায় ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে। শহরের হালদারপাড়া এবং আত্রেয়ী কলোনিতে বেশকিছু বাড়ি জলমগ্ন। ক্রমাগত জল বেড়ে চলায় উদ্বিগ্ন হালদারপাড়া এবং আত্রেয়ী কলোনির বাসিন্দারা।

বালুরঘাটের হালদারপাড়ার বাসিন্দাদের অভিযোগ, এলাকার একটি স্লুইস গেট চুঁইয়ে আত্রেয়ী নদীর জল ঢুকছে এলাকায়। বারবার বলা সত্ত্বেও স্লুইস গেট মেরামত না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা।অপরদিকে বালুরঘাটের আত্রেয়ী কলোনিতে বহু বাড়ি জলমগ্ন। এলাকায় ক্রমাগত জল বেড়ে যাওয়ার কারণে বহু বাসিন্দাকেই সরে যেতে হচ্ছে নিরাপদ আশ্রয়ের খোঁজে।