নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ আট বছরের শিশু কন্যা রাজন্যা সুন্দর ছবি আঁকে। ও রবীন্দ্র সঙ্গীত চর্চাও করে। বহু ছবি ও এঁকেছে। ছবি আকার জন্য অনেক পুরস্কারও পেয়েছে সে। পৃথিবীতে গাছ কাটা, দূষন,জলের অপচয় নিয়ে এই বয়সেই সুন্দর ছবি একে ফেলেছে। আবার দেবী দুর্গার ছবিতো আছেই। ও পড়ে শিলিগুড়ি পাঠভবনে। তৃতীয় শ্রেণীতে। রোল নম্বর চার। প্রিয় বিষয় সোস্যাল সায়েন্স। ওর বাবা মনোজ ঘোষ ব্যবসায়ী আর মা পিয়ালি ঘোষ গৃহবধূ। বাড়ি শিলিগুড়ি মিলনপল্লী চিল্ড্রেন পার্কের কাছে। এই রাজন্যাকেই এবারে শিলিগুড়ি দুই মাইল জ্যোতিনগরের শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটিতে কুমারী হিসাবে পুজো করা হবে মহা অষ্টমীতে। বেলুড় মঠের নিয়ম মতে সেখানে কুমারি পুজো হয় প্রতিবছর। সোসাইটির সম্পাদক কমল মজুমদার এবং কোষাধ্যক্ষ শ্যামল সরকার জানিয়েছেন, তাদের দুর্গা পুজোয় বিশেষ আকর্ষণ কুমারী পুজো।পঞ্চমীতে তারা দুঃস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরন করবেন। পুজোর কদিন প্রসাদ বিতরনের ব্যবস্থা আছে। মালদা রামকৃষ্ণ মিশন থেকে ১২ জন পূজারি তাদের এখানে পুজো করতে আসবেন। রামকৃষ্ণ মিশনের পরম্পরা মেনে তারা কুমারী পুজো করছেন। স্বামী বিবেকানন্দ প্রথম কাশ্মীরে এক মুসলিম বালিকাকে কুমারী হিসাবে পুজো করেছিলেন। এই কুমারীদের মধ্যে ভগবতী দেবীর প্রতিফলন ঘটে। ১৯০১ সালে স্বামীজির ইচ্ছাতে বেলুড় মঠে প্রথম দুর্গা পুজো হয়। স্বামীজির ইচ্ছাতেই সারদাদেবীকে সঙ্কল্প করে পুজো হয়। তারা পুরনো নিয়ম মেনে এবারেও নিষ্ঠার সঙ্গে পুজো করবেন।