![IMG_20220826_094112](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/08/IMG_20220826_094112-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ পুলিশের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন কোণ থেকে নেতিবাচক প্রচার করা হয় কিন্তু সেই প্রচার যে সবসময় সত্য নয়,পুলিশ যে প্রচুর ইতিবাচক ভালো কাজ করে যাচ্ছে তার খবর কে রাখে?মঙ্গলবার ডুয়ার্সে কিন্তু
পুলিশের মানবিক রূপ দেখা গেল।স্কুল পড়ুয়াকে কোলে তুলে জলমগ্ন রাস্তা পার করে দিলো পুলিশ।পুলিশের এই শুভ উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে বিভিন্ন মহল।মঙ্গলবার দুপুরে ঘন্টা খানেক মুষলধারে বৃষ্টি হয়। বৃষ্টির জেরে ডুয়ার্সের চালসা মেটেলি রাজ্য সড়কের আইভিল যাওয়ার রাস্তায় কালভার্টের ওপর দিয়ে জল বইতে থাকে।রাস্তার ওপর দিয়ে জল বয়ে যাওয়ার ফলে মেটেলি রাষ্ট্রভাষা ও মেটেলি হিন্দি মডেল স্কুলের বহু পড়ুয়া সহ জনগণ আটকে পড়প।রাস্তার ওপর দিয়ে জল বয়ে যাওয়ার জন্য পড়ুয়া সহ জনগন কেউই পার হতে পারছিল না।খবর পেয়ে ওই এলাকায় যান মেটেলি থানার পুলিশ কর্মীরা।পুলিশ কর্মীরা প্যান্ট গুটিয়ে রাস্তার এক পারে আটকে থাকা স্কুল পড়ুয়াদের কোলে তুলে রাস্তার অপর প্রান্তে পৌঁছে দেয়।কালভার্টের নীচে আটকে থাকা আবর্জনাও পরিষ্কার করতে দেখা যায় পুলিশ কর্মীদের।একে একে সব স্কুল পড়ুয়াকেই পুলিশ কোলে করে জলমগ্ন রাস্তা পার করিয়ে দেয়।খবর পেয়ে ওই এলাকায় পৌঁছান আইভিল চা বাগানে গ্রাম পঞ্চায়েত সদস্য বিধ্যাস খেরিয়া। তিনি বলেন,বেশি বৃষ্টি হলেই আইভিল যাওয়ার রাস্তার ওই কালভার্টের ওপর দিয়ে জল বইতে থাকে।এদিনও একই অবস্থা হয়।পুলিশের এদিনের উদ্যোগ খুবই প্রশংসনীয়।।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)