নতুন রুপ দেওয়া হবে শিলিগুড়ির কিরনচন্দ্র শ্মশানঘাটকে

নিজস্ব প্রতিবেদন ঃ নানা সমস্যার মধ্যে দিয়ে চলছিল শিলিগুড়ির কিরনচন্দ্র শ্মশান ঘাট।দাহ করতে গিয়ে সেখানে প্রায়ই দীর্ঘ লাইন পড়ে যায়। শ্মশান যাত্রীরা সেখানে পানীয় জল পান না। বা প্রতীক্ষালয়ও নেই বললেই চলে। নিরাপত্তার অভাব নিয়েও প্রশ্ন উঠছিল। তবে এবার এক কোটি ২১লক্ষ টাকা ব্যয়ে করে নতুন রুপ দেওয়া হচ্ছে এই শ্মশান ঘাটকে। শিলিগুড়ির বর্তমান পুরবোর্ড এই শ্মশানঘাটকে সাজিয়ে তোলার পরিকল্পনা নিয়েছে । ইতিমধ্যে কাজও শুরু হয়েছে। বৃহস্পতিবার সেই কাজের গতি খতিয়ে দেখতে বাস্তুকারদের সঙ্গে নিয়ে শ্মশানঘাট এলাকায় পৌছান পুরসভার মেয়র গৌতম দেব। সমস্ত দিক খতিয়ে দেখার পর মেয়র গৌতম দেব জানান, দুটি চুল্লি বসানোর কাজ প্রায় শেষের দিকে, এখন বেশ কিছু নতুন কাজ সংযোজন করা হয়েছে। যেমন টি স্টল,মুখ্য গেট প্রশস্তিকরন, পুলিশ ক্যাম্প,প্রতিক্ষালয়ের কাজ হবে। তার সঙ্গে আরও বেশ কিছু কাজ হবে । গৌতমবাবু জানান,চলতি বছরেই সমস্ত কাজ শেষ করে নতুন এক মাত্রায় পথ চলতে শুরু করবে এই গুরুত্বপুর্ন শ্মশানঘাটটি।
অতিরিক্ত ২ টি বৈদ্যুতিক চুল্লি ছাড়াও একটি চিরাচরিত কাঠের চুল্লি নির্মাণ হবে । সি সি ক্যামেরাও বসবে সেখানে । তার পাশাপাশি শ্মশানঘাট চত্বরের সামগ্রিক সৌন্দর্যায়ন হবে।