ডুয়ার্সের বনজঙ্গলের আনন্দ নিতে এবার রেলের বিশেষ ট্রেন ভিস্টাডোম

নিজস্ব প্রতিবেদন ঃ বিগত কয়েক মাস বন্ধ থাকার পর বুধবার থেকে ফের শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য শুরু হয়েছে টয় ট্রেন পরিষেবা। পর্যটনের জন্য এবার সেই খুশির পলকে নতুন সংযোজন “ভিস্টাডোম ট্যুরিস্ট স্পেশাল”। আগামী ২৮শে আগস্ট নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শুরু হয়ে ডুয়ার্সের সুন্দর ও মনোরম পরিবেশের মধ্য দিয়ে ঠিকভাবেই আলিপুরদূয়ার পর্যন্ত চলবে এই ট্রেন পরিষেবা।
ডুয়ার্স সফরকে এবার আরও আকর্ষণীয় করে তুলতে চলছে ভারতীয় রেল। শনিবার থেকে শতাব্দী এক্সপ্রেসের দুটি বাতানুকুল কোচ, ২ টি চেয়ারকার ও ১ টি ভিস্তাডোম কোচ নিয়ে যাত্রা শুরু করবে ভিস্তাডোম টুরিস্ট স্পেশাল ট্রেন। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আলিপুরদুয়ার পর্যন্ত যাত্রা শুরু করবে এই ট্রেন । জানা গেছে এই ট্রেনটি প্রতিদিন সকাল ৭:২০ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছেড়ে উত্তরবঙ্গের ডুয়ার্স পার্বত্য ও ঘন অভয়ারণ্যের মধ্যে দিয়ে আলিপুরদুয়ার পর্যন্ত যাবে। এই কোচে থাকা বিশেষ ব্যবস্থার মাধ্যমে ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন যাত্রীরা। এই কোচে রয়েছে বড়ো জানালা এবং ছাদও রয়েছে কাঁচের। ৪৪টি করে উন্নতমানের বসার সিট রয়েছে এবং ১৮০ ডিগ্রি ঘুরতে পারবে সিটগুলি। যাতে সেখানে থাকা যাত্রীরা পরিবেশের সৌন্দর্য স্বাচ্ছন্দে উপভোগ করতে পারে। মাথা পিছু ভাড়া ঠিক করা হয়েছে ৭৭০ টাকা করে। ৩০ কিলোমিটার গতিতে চলবে এই ট্রেন, পাশাপাশি পর্যটকদের মনোরঞ্জনেরও ব্যবস্থা থাকবে এই যাত্রায়। শুরুর সময়ে ট্রেনের যাত্রাপথে চালসা এবং হাসিমারাতে সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করতে পারবেন যাত্রীরা।সপ্তাহে তিনদিন শুক্রবার, শনিবার এবং রবিবার চলবে এই ট্রেন। যাত্রীরা আই আর সি টিসির মাধ্যমে খাবারও কিনে খেতে পারবেন ট্রেনের মধ্যে।