বিভিন্ন সমস্যায় জর্জরিত ডুয়ার্সের লালঝামেলাবস্তি

নিজস্ব প্রতিবেদন ঃ বস্তির নাম লালঝামেলা বস্তি। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের এই বস্তিকে অনেকেই পিকনিক স্পট হিসাবে জানেন।চারপাশে রয়েছে চা বাগান। কিন্তু বহু সমস্যায় জর্জরিত বস্তি বাসী।প্রথমত সেখানে পানীয় জলের বিরাট সমস্যা রয়েছে বলে সেখানকার বাসিন্দারা জানাচ্ছেন। তাঁরা আরও জানাচ্ছেন, এলাকায় নেই কোনও স্বাস্থ্য কেন্দ্র। ফলে চিকিৎসার জন্য তাদের অসুবিধায় পড়তে হচ্ছে। আবার ডায়ানা নদীর বাঁধ ভাঙছে।নদীতে বাঁধ সেভাবে না থাকায় বস্তিবাসী উদ্বেগে রয়েছেন। বেশি বৃষ্টি হলেই নদীর জল গ্রামে প্রবেশ করছে।তাই সমগ্র বিষয় নিয়ে বস্তির বাসিন্দারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।