নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি, ২৬ আগস্টঃ বুধবার অনেকটাই কমল শিলিগুড়িতে করোনার প্রকোপ। এদিন শিলিগুড়িতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন মোট ২৬ জন। দার্জিলিং জেলাভূক্ত শিলিগুড়ি পুর এলাকার ৩৩ টি ওয়ার্ডে এদিন সংক্রামিত হয়েছেন ১৮ জন। আর জলপাইগুড়ি জেলাভূক্ত শিলিগুড়ি পুর সভার সংযোজিত এলাকার ১৪ টি ওয়ার্ডে করোনায় সংক্রামিত হয়েছেন মোট ৮ জন। এদিন শিলিগুড়ি পুরনিগম এলাকার ২ ৪ ৯ ১১ ২৫ ২৭ ৩৫ ৩৬ ৩৭ ৩৯ ৪৩ ৪৬ নম্বর ওয়ার্ডে করোনার সংক্রমনের খবর মিলেছে।
এছাড়া শিলিগুড়ি মহকুমার নক্সালবাড়ি ব্লকে ২২, মাটিগাড়া ব্লকে ১২, খড়িবাড়ি ব্লকে ৭, ফাসিদেওয়ায় ৩, সুকনায় ১, সুখিয়াপোখরি এলাকায় ১, দার্জিলিং পুর এলাকায় ১ ও তাকদহতে ১ , কার্শিয়াং-এ ৪ জনের শরীরে করোনার সংক্রমনের খবর মিলেছে।
এদিন শিলিগুড়িতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ৩ জনের। এদিন চ্যাং সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যু হয়েছে বাগডোগরার ভুজিয়াপানী এলাকার মাখন বর্মন, দার্জিলিং এর সুখিয়াপোখরির বাসিন্দা দিবস রাই-এর। কাওয়াখালির দিশান কোভিড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আলিপুরদুয়ারের নিউটাউনের বাসিন্দা নিলমনি দাসের। এদিন মোট ৩৬ জন করোনা আক্রান্ত সম্পূর্ন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এদিন শিলিগুড়ির ৪ ৪৪ ও ৪৬ নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে র্যাপিড এন্টিজেন টেস্ট।
করোনা মোকাবিলায় বৃহস্পতিবার থাকছে রাজ্যজুড়ে সম্পূর্ন লক ডাউন। জরুরী পরিষেবা ছাড়া সমস্ত সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, ব্যাঙ্ক, দোকানপাট বাজারঘাট সম্পূর্ন বন্ধ থাকবে। বৃহস্পতিবারের পর ফের ৩১ আগস্ট রাজ্যজুড়ে থাকবে সম্পূর্ন লক ডাউন। বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষনা করেছেন সেপ্টেম্বরের ৭ ১১ ১২ তারিখে লক ডাউন হবে রাজ্যজুড়ে। আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত সম্পূর্ন বন্ধ থাকবে স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান।