মানবিকতার পরিচয় দিতে নিজের রোজগারটাও বন্ধ করে দিলেন এই জনমজুর?

নিজস্ব প্রতিবেদন ঃ মানুষের মানবিক মুখই মানুষের আসল পরিচয়। তার প্রমাণ দিলো এক জনমজুর। জনমজুরের নাম অভিজিৎ মন্ডল বাড়ি জোড়াই, রামপুরে।কোচবিহার শহর থেকে ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত জনমজুর অভিজিৎ মন্ডলের বাড়ি।কিন্তু যাঁর অন্তর মানুষের জন্য কাঁদে তারকাছে অভাব,দূরত্ব কোনো কিছুই সমস্যার নয়।কোচবিহারে মুমূর্ষু রোগী বাবলা দের ও নেগেটিভ রক্ত দরকার হয়ে পড়ে। আস্থা ফাউন্ডেশনের তরফে শঙ্কর রায় ফেসবুকে একটি পোস্ট দেন।সেই পোস্ট দেখে আর দেরি না করে টোটো এবং বাসে চেপে কোচবিহার পৌঁছে যায় অভিজিৎ মন্ডল। তারপর স্থানীয় সেন্ট জনস এম্বুলেন্স এসোসিয়েশনের ব্লাড ব্যাঙ্কে রক্ত দান করেন।কিন্তু এতদূর থেকে সব কাজ এবং রোজগার ফেলে এসে রক্ত দিয়ে কি লাভ,একজন রাজমিস্ত্রীর সঙ্গে জোগালির কাজ করা অভিজিৎ এর জবাব,” আমরা মানুষ হয়ে মানুষের পাশে যদি না দাঁড়াই তবে কিসের মানুষ? অর্থ রোজগার পরে, আগে তো মনুষ্যত্ব। ” একজন জনমজুরের এইরকম উন্নত মানসিকতা দেখে কি বলবেন আপনি?
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —

জোড়াই