আমরা বেকারের বৃক্ষরোপন

নিজস্ব প্রতিবেদন ঃ  রবিবার ২৪শে জুলাই আমরা বেকার জার্নি ফর আওয়ার সোসাইটির পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল লাগোয়া এলাকায়। প্রতিবছরের মতো এবারও সেই কর্মসূচি পালনের অঙ্গ হিসাবে মেহুগিনী, মালয়েশিয়া,আম,জাম,কাঁঠাল, কৃষ্ণচুড়া প্রভৃতি গাছের চারা রোপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবর্তন সাহা রায়,স্বপন দাস, পিঙ্কি সিংহ, নন্দিনী রায়,অপর্ণা জানা,পিঙ্কু দেব,গৌতম গুপ্তা,পিয়ালি গুপ্তা, কাকলী দাস, সজল দত্ত প্রমুখ।