নিজস্ব প্রতিবেদন ঃ আজাদী কা অমৃত মহোৎসব পালন করছে শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্ক। সোমবার থেকে শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে আজাদী কা অমৃত মহোৎসব পালন শুরু হয়েছে ।আর এরজন্য সাফারি পার্কে মূলত ফিসিং ক্যাটের ওপর গুরুত্ব দেওয়া শুরু হলো। কারন এই বিড়াল দেশ তথা রাজ্যের পশুর মধ্যে একটি। বর্তমানে এই বিড়ালটি বিলুপ্তির পথে। সেজন্য বিড়াল সংরক্ষণের ওপর গুরুত্ব দিতে শুরু করলো সাফারি কতৃপক্ষ। বর্তমানে সাফারি পার্কে দুটো ফিসিং ক্যাটকে আলাদা খাঁচায় রাখা হয়েছে । এই বিড়াল নিয়ে সারা সপ্তাহ ধরে নানারকম অনুষ্ঠান করা হবে। সোমবার সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজাদি কা অমৃত মহোৎসবের সূচনা হয় শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকে স্মরন করে বেঙ্গল সাফারি পার্ক ৭২ সপ্তাহ ধরে বিভিন্ন পশু পাখি নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । এই সপ্তাহ ফিসিং ক্যাট নিয়ে শুরু হল আজাদী কা অমৃত মহোৎসব পালন। বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর দাওয়া শেরপা বলেন, গোটা সপ্তাহ ধরে ফিসিং ক্যাট নিয়ে নানা অনুষ্ঠান করা হবে সাফারি পার্কে।