ফেলে দেওয়া কাগজ ও প্লাস্টিক দিয়ে ব্যতিক্রমী সৃজন কাজে স্কুল শিক্ষক

নিজস্ব প্রতিবেদন ঃ ফেলে দেওয়া কাগজ, প্লাস্টিকের টুকরো দিয়ে সৃজনমূলক নানা কাজ করে বিভিন্ন মহলে দাগ কাটছেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ কর্নজোড়ার স্কুল শিক্ষক বিপ্লব কুমার মন্ডল। ইতিমধ্যে ব্যতিক্রমী এসব সৃজনমূলক কাজের জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং এশিয়া বুক অফ রেকর্ডস থেকেও স্বীকৃতি বা পুরস্কার পেয়েছেন বিপ্লববাবু।
স্কুলে শিক্ষকতার পাশাপাশি বহু বছর ধরে এই রকম ব্যতিক্রমী কাজ করে আসছেন বিপ্লববাবু।তবে করোনার জেরে লকডাউন বা স্কুল বন্ধ থাকায় তাঁর এই ধরনের সৃজনমূলক কাজ আরও বেড়েছে। করোনার ওপরও তিনি ফেলে দেওয়া কাগজ থেকে অনেক মডেল তৈরি করেছেন। যেমন হাসপাতাল, এম্বুলেন্স, মৃতদেহ বহন প্রভৃতি। বিপ্লববাবু বলেন, এই ধরনের কাজের মাধ্যমে অবসর সময়ও কাটে আবার মনও ভালো থাকে। তাছাড়া এসব হাতের কাজের মাধ্যমে স্বনির্ভরও হতে পারেন অনেকে।কাঁচি দিয়ে ফেলে দেওয়া কাগজ কিংবা প্লাস্টিক কেটে কেটে তার সঙ্গে আঠা জুড়ে বিভিন্ন রকম সুন্দর সুন্দর মডেল তৈরি করছেন তিনি। তাঁর এই সৃজন কাজের ভূয়সী প্রশংসা করেন এলাকার বহু মানুষ।