শিলিগুড়ি পুরসভায় করোনা নিয়ে পর্যালোচনা বৈঠক

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি পুর সভায় শনিবার বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত হলো পর্যালোচনা সভা ।সেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর সভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব , উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ , শিলিগুড়ির পুলিশ কমিশনার,দার্জিলিংয়ের সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক , উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপারসহ অন্যান্যরা।পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব জানিয়েছেন, করোনার দ্বিতীয় ঢেউকে দ্রুত নির্মূল করতে ইতিমধ্যেই রাজ্য সরকার শিলিগুড়ির কয়েকটি জায়গাকে কন্টেনমেইন জোন করেছে । টিকাকরণকে সার্বজনীন করবার প্রচেষ্টা চলছে । পুর সভার ১০ টি কেন্দ্রে দিনে ১৪০০ মানুষকে টিকাদেওয়া হচ্ছে । এছাড়া উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এবং শিলিগুড়ি জেলা হাসপাতালে প্রতিদিন ৫০০ জনকে টিকা দেওয়া হচ্ছে । পুরসভার লক্ষ্য হচ্ছে সরকারি নিয়মানুসারে শিলিগুড়ি পুর সভার সমস্ত নাগরিকদের টিকাকরণ করা ।