শিলিগুড়িতে প্রশাসনিক আধিকারিকদের মানবিক মুখ, সাহিত্যসম্রাটের জন্মতিথিতে রক্তদান

নিজস্ব প্রতিবেদন ঃ পরাধীন ভারতে যাঁর লেখা বন্দেমাতরম সঙ্গীত দেশের যুব সমাজ থেকে অন্য সব ভারতবাসীকে স্বাধীনতার সংগ্রামে উজ্জীবিত করে তুলেছিল সেই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মতিথি উপলক্ষে ডাবলু.বি.সি.এস অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শনিবার এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের হল ঘরে । এই রক্তদান শিবিরে আনুমানিক ৩০ ইউনিট রক্ত সংগ্রহ হয় বলে জানা গেছে। সংগৃহীত রক্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে পাঠানো হয়। বেশ কয়েকজন প্রশাসনিক আধিকারিক সেই শিবিরে রক্ত দান করেন। বর্তমান করোনা পরিস্থিতিতে প্রশাসনিক কর্মী বা আধিকারিকদের চাপ আরও বেড়েছে। সেই দিক থেকে মুমূর্ষু মানুষের কথা ভেবে তাঁদের এই রক্তদান শিবির সমাজে রক্তদানের প্রতি ইতিবাচক ভাবনাকে আরও জোরদার করেছে বলেই বিভিন্ন মহলের অভিমত।