নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার :ডুয়ার্সের পর্যটনে নতুন পালক যোগ হতে চলেছে। আলিপুরদুয়ার জেলার সাউথ খয়েরবাড়ি চিতা বাঘ পুনর্বাসন কেন্দ্রকে মিনি জুতে রূপান্তরিত করতে চলেছে রাজ্য বনদফতর। অনেকটা শিলিগুড়ির বেঙ্গল সাফারির আদলে তৈরী হতে চলেছে এই মিনি জু। এই ব্যাপারে জু অথরিটি অফ ইন্ডিয়ার অনুমোদন ইতিমধ্যেই হাতে এসেছে রাজ্য সরকারের। মোট তিনটি ধাপে আগামী তিন বছরের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে এই প্রকল্পে ৪৩ কোটি টাকা মঞ্জুর করেছে রাজ্য সরকার। শুক্রবার বিকেলে দক্ষিণ খয়েরবাড়ি পরিকাঠামো পরিদর্শন করতে আসেন বনমন্ত্রী রাজীব ব্যানার্জি। দক্ষিণ খয়েরবাড়িতে মিনি জু হচ্ছে বলে জানিয়েছেন তিনি । বাঘ, লেপার্ড, ওয়াইল্ড ক্যাট থেকে শুরু করে বিভিন্ন বন্যপ্রাণী রাখা হবে এই মিনি জুতে। এর ফলে ডুয়ার্সের পর্যটন একটি বিশেষ মাত্রা পাবে বলে মনে করছে পর্যটন বিশেষজ্ঞ মহল।