খেলা হবে ১৭ এপ্রিল, সেদিন দার্জিলিং জেলায় ভোট। খেলায় কেও জিতবে, কেও হারবে এটাই স্বাভাবিক। কিন্তু যাঁরা মনোনয়ন পত্র পেশ করছেন তাঁরা সবাই জেতার জন্য মরিয়া। এখন কে জিতবেন, তার চূড়ান্ত রায় দেবেনতো ভোটাররা। শুক্রবার শিলিগুড়ি মহকুমার তিনটি বিধান সভা আসনের জন্য অনেকেই মনোনয়ন পত্র জমা দিয়েছেন। শিলিগুড়ি বিধান সভা আসনে এদিন তৃনমুল কংগ্রেস প্রার্থী অধ্যাপক ডঃ ওমপ্রকাশ মিশ্র মনোনয়ন পত্র পেশ করেছেন। শিলিগুড়ি বিধান সভা আসনে কংগ্রেস বাম জোটের সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্যও এদিন তাঁর মনোনয়ন পত্র পেশ করেছেন। মাটিগাড়া নকশালবাড়ি আসনে বাম কংগ্রেস জোটের প্রার্থী শঙ্কর মালাকারও মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বিজেপির এদিন যাঁরা মনোনয়ন পত্র পেশ করেছেন, তাঁরা হলেন শঙ্কর ঘোষ ( শিলিগুড়ি) , আনন্দময় বর্মন ( মাটিগাড়া নকশালবাড়ি) এবং দুর্গা মর্মু( ফাঁসিদেওয়া) । জেলা নির্বাচনী বিভাগ সূত্রে জানানো হয়েছে, দার্জিলিং জেলার পাঁচটি বিধান সভা আসনে শুক্রবার পর্যন্ত মোট ২৭ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে। দার্জিলিং আসনে ৬, কার্শিয়াংয়ে ৪, মাটিগাড়া নকশালবাড়ি আসনে ৪, শিলিগুড়ি আসনে ৬ এবং ফাঁসিদেওয়া আসনে ৭ জন মনোনয়ন পত্র পেশ করেছেন। এদিন শিলিগুড়িতে যাঁরা মনোনয়ন পত্র পেশ করেছেন তাঁরা প্রত্যেকে জয়ের বিষয়ে আশাবাদী। তৃনমুলের ওমপ্রকাশ মিশ্র বলছেন, উন্নয়নমূলক কাজ আরও এগিয়ে নিয়ে যেতে মানুষ তৃনমুলকেই আবারও বেছে নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেসব সুন্দর সুন্দর কাজ করেছেন তা নজিরবিহীন। সিপিএমের অশোক ভট্টাচার্য বলেছেন, তৃনমুল বা বিজেপি কেও উন্নয়ন ও শান্তি দিতে পারে না। বাম কংগ্রেস জোটকেই মানুষ বেছে নেবেন উন্নয়ন ও শান্তি বজায় রাখতে। কেন্দ্রের বিজেপি দেশের সর্বনাশ করছে আর রাজ্যে তৃনমুল সর্বনাশ করছে। বিজেপির শঙ্কর ঘোষ, সাংসদ রাজু বিস্ত বলেন, রাজ্যের সর্বনাশ করছে তৃনমুল। বাংলা পিছিয়ে পড়ছে তৃনমুলের সরকারের আমলে। মোদিজীর নেতৃত্বে বাংলায় এবার বিজেপি সরকার গঠন করবে আর বিজেপিই পারে বাংলাকে আবার উন্নতির শিখরে নিয়ে যেতে।” এখন এই ভোটের খেলায় কি হবে, প্রকৃতপক্ষে খেলবেনতো মানুষ। কে জিতবেন কে হারবেন তার মূল খেলোয়াড়তো ভোটাররা।