মূকবধির জাতীয় টেবিল টেনিসে বাংলা তথা শিলিগুড়ির জয়জয়কার

নিজস্ব প্রতিবেদন ঃ মধ্যপ্রদেশের ইন্দোরে অনুষ্ঠিত সারা ভারত শ্রবন প্রতিবন্ধীদের টেবিল টেনিসে জয়জয়কার বাংলার।বাংলা থেকে ১২ জন শ্রবন প্রতিবন্ধী তাতে অংশ নেয়,এরমধ্যে সাতজনই শিলিগুড়ির। গত ১৫ থেকে ১৯ ফেব্রুয়ারী অনুষ্ঠিত সেই টেবিল টেনিসে শিলিগুড়ির প্রিয়ম চক্রবর্তী, সরন দাস, সুরভি ঘোষ,অভিষেক বর্মন,প্রয়াস সাহা,শুভেচ্ছা রায়,শ্রুতি দাস প্রত্যেকে সাফল্য পেয়েছে। বিভিন্ন বিভাগে তাঁরা তাদের প্রতিভা দেখিয়ে শিলিগুড়ি তথা বাংলার সুনাম উঁচুতে মেলে ধরেছে। শ্রবন প্রতিবন্ধকতা উপেক্ষা করে এরা স্রেফ শৃঙ্খলা, দিনের পর দিন পরিশ্রম, অনুশীলন সর্বোপরি মহৎ টেবিল টেনিস প্রশিক্ষক ভারতী ঘোষ, অমিত দামদের ভালোবাসা পেয়ে ঝড়ের গতিতে শিলিগুড়ি তথা বাংলাকে এগিয়ে নিয়ে চলেছে। যদিও বহু ভাবে এরা উপেক্ষার শিকার। এরা শিলিগুড়ি ফিরতেই শনিবার টেবিল টেনিস প্রশিক্ষক ভারতী ঘোষ, অমিত দাম, জাতীয় এথলেটিক কোচ দেবকুমার দে, শিলিগুড়ি প্লেয়ার্স ওয়েলফেয়ার রিহ্যাব সোসাইটির আহ্বায়ক অমিত সরকার প্রমুখ এদের সংবর্ধনা দিয়ে উৎসাহিত করেন।ভারতী ঘোষ এবং অমিত দাম এদের পিছনে পরিশ্রম এবং ভালোবাসা দিয়ে চলেছেন।তাঁরা বলেন,বিশেষ চাহিদাসম্পন্ন এই শ্রবন প্রতিবন্ধী টেবিল টেনিস খেলোয়াড়রা এমনই প্রতিভা যে আন্তর্জাতিক পর্যায়ে এঁরা ঝড়ে তুলতে পারে। গোটা দেশের সুনাম বাড়িয়ে তোলার মতো সম্ভাবনা এদের মধ্যে লুকিয়ে রয়েছে। শুধু সকলের উৎসাহ এবং ভালোবাসা তথা সহযোগিতা প্রয়োজন।