শহরকে সম্পূর্নভাবে জঞ্জাল মুক্ত করতে সুডার সঙ্গে বৈঠক মেয়র গৌতম দেবের

নিজস্ব প্রতিবেদন ঃ শহরকে পরিকল্পনা মাফিক জঞ্জাল মুক্ত করতে উদ্যোগী হল শিলিগুড়ি পুরসভা।সেই পরিপেক্ষিতে শিলিগুড়ি পুরসভা কক্ষে সুডার সঙ্গে শনিবার দীর্ঘ আলোচনা সারেন মেয়র গৌতম দেব।পাশাপাশি শহরকে যানজট মুক্ত করা, বিল্ডিং প্ল্যান,বিদ্যুৎ,সহ একাধিক বিষয় নিয়েও আলোচনা করেন তিনি।গৌতম দেব জানান,সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে জঞ্জালকে দুই ভাগে বিভক্ত করে তা কাজে লাগানো হবে।পাশাপাশি শহরকে পরিকল্পনা মাফিক গড়ে তোলা হবে বলে জানান তিনি