শুধু মৃতদেহ সৎকার নয়, অসহায় মেয়েদের বিয়ে দিয়েও নজির তৈরি করছে মুক্তধারা ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদন ঃ শুধু মৃতদেহ সৎকার করে বিরল নজির তৈরি করাই নয়, করোনা পর্বে বিগত দু’বছরে ১৬ জন দুঃস্থ অসহায় মেয়ের বিয়ের আয়োজন করেও নজির তৈরি করেছে শিলিগুড়ির মুক্তধারা ফাউন্ডেশন। শুক্রবার ২৫ ফেব্রুয়ারীও শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস ভবেশ মোড় বাঁশ বাড়ির মেয়ে গৌরি আচার্যকে সুপাত্রস্থ করতে পেরে তাঁরা বেশ খুশি বলে জানালেন মুক্তধারা ফাউন্ডেশনের সমাজসেবী কাবেরি চন্দ সরকার। আমবাড়িতে বিয়ে হয়েছে গৌরীর।কাবেরিদেবী জানান, বিয়ের সমস্ত আয়োজন করেন তাঁরা। বহু মেয়ে রয়েছে যাদের পরিবার অর্থ সমস্যার কারনে মেয়েদের বিয়ে দিতে পারছেন না। অথচ মেয়ের বিয়ের বয়স পার হতে থাকে।তাদের নজরে এলেই তাঁরা উদ্যোগ নিয়ে এরকম মেয়েদের বিয়ের আয়োজন করছেন। এভাবে করোনা পর্বে ১৬ জন মেয়ের বিয়ের আয়োজন করেছেন তাঁরা।
বিভিন্ন রকম সামাজিক ও মানবিক কাজ করে চলেছে মুক্তধারা ফাউন্ডেশন। গত একুশে ফেব্রুয়ারি চম্পাসারিতে তাদের সংবর্ধনাও দেওয়া হয়। বিভিন্ন রকম সামাজিক ও মানবিক কাজের জন্য মুক্তধারা ফাউন্ডেশনকেও সহযোগিতার জন্য অনেকে এগিয়ে আসছে।