
নিজস্ব প্রতিবেদন ঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝে ইউক্রেনের বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন ভারতীয়রা। সেই ভারতীয়দের মধ্যেই শিলিগুড়ি হাকিম পাড়ার শরৎ বোস রোডের বাসিন্দা ডাক্তার পরিতোষ মালাকারের ছেলে রয়েছেন । রাশিয়ার সেনা যত ইউক্রেনে ধীরে ধীরে পা বাড়াচ্ছে যতই ওই দেশে ভয়াবহতার সংখ্যা বাড়ছে আর তাতেই আতঙ্ক বাড়ছে এদেশের ভারতীয়দের ওই পরিবারগুলোর মনে। প্রায় দু বছর আগে ডাক্তারি পড়তে অন্যান্য ভারতীয় যুবক যুবতীর মতন শিলিগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডের প্রীতম মালাকারও যায় ইউক্রেনে। তবে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে এত ভয়াবহ অবস্থা হতে পারে তা বুঝতে পারেনি কেও। সংবাদমাধ্যমে ইউক্রেনের অবস্থা শুনে ওইদেশে আটকে পরা ভারতীয়দের পরিবারগুলো দুশ্চিন্তায় কাটাচ্ছে প্রতিটি মুহুর্ত। শনিবার শিলিগুড়ির ১৬ ও ৩৮ নম্বর ওয়ার্ডের ইউক্রেনে আটকের পরা পরিবারের সাথে দেখা করে পরিবারের প্রতি সমবেদনা ও পাশে থাকার কথা জানালের শিলিগুড়ির মেয়র গৌতম দেব। অন্যদিকে প্রীতমের বাবা ও মা জানান দেশের প্রশাসন ভয়াবহ পরিস্থিতি থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক ইউক্রেনে আটকে পরা ভারতীয়দের।
