যোগার ওপর স্বাস্থ্য পরীক্ষা শিবির শিলিগুড়িতে

নিজস্ব প্রতিবেদন ঃ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারোপ্যাথি মিনিস্ট্রি ও আয়ূশের উদ্যোগে এবং উত্তরবঙ্গ আদর্শ যোগা একাডেমীর সহযোগিতায় যোগার ওপর একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় শনিবার । এই শিবিরে যোগার উপকারিতা এবং শরীর সুস্থ রাখার জন্য সঠিক খাদ্য অভ্যাস নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জানা গিয়েছে, জেলার বিভিন্ন জায়গায় এই ধরনের ১০টি শিবির করা হবে। এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট যোগ বিশেষজ্ঞ শিব হাজরা, ডা: নিলম বর্মন, ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দিলীপ বর্মন সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানে নবনির্বাচিত কাউন্সিলর দিলীপ বর্মনকে সংবর্ধনা দেওয়া হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিব হাজরা বলেন, যোগার মাধ্যমে কি করে সুস্থ্য থাকা যায় সে বিষয়ে আজ সকলকে জানানো হল। পাশাপাশি আয়ুস মন্ত্রনালয় থেকে যোগ এবং প্রাকৃতিক চিকিৎসার ওপর যেভাবে মানুষকে সুস্থ রাখার প্রয়াস চালানো হচ্ছে তাকে স্বাগত জানাই।