নিজস্ব প্রতিবেদন ঃ বুধবার গোটা দেশের সঙ্গে সঙ্গে শিলিগুড়িতেও ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্রদিবস উদযাপিত হলো যথাযথ মর্যাদায় । শিলিগুড়ির মহকুমা শাসক এদিন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন ।
সারা দেশের সঙ্গে সঙ্গে শৈল শহর দার্জিলিংয়েও যথাযথ মর্যাদার সঙ্গে বুধবার পালন করা হল প্রজাতন্ত্র দিবস । বুধবার দার্জিলিং ম্যালের চৌরাস্তাতে উদযাপন করা হয় এই দিনটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের জেলা শাসক এস.পুন্নমব্বালাম সহ দার্জিলিংয়ের পুলিশ সুপার । জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজের পর স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে এই দিনটি।
করোনা বিধি মেনেই জলপাইগুড়ি পুরসভা পালন করে এই দিনটি।প্রথমেই জাতীয় পতাকা উত্তোলন করেন পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল।পুরসভার পতাকা উত্তোলন করেন ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো।এরপর পুরসভায় অবস্থিত ডাক্তার বি আর আম্বেদকরের মূতিতে মাল্যদান করেন পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্যরা।প্রজাতন্ত্র দিবস কি, কেন দেশজুড়ে পালিত হয় তা সেই বিষয়ে বক্তব্য রাখেন পুরসভার ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো।
#প্রজাতন্ত্র_দিবসের_অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি শহর সংলগ্ন শিবমন্দিরে সৎসঙ্গ বিহার এলাকায় “প্রতিবেশী” সংগঠনের সদস্যদের মাধ্যমে বুধবার উদযাপিত হয় প্রজাতন্ত্র দিবস। অনুষ্ঠানের আকর্ষণ ছিল ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত নায়ক বরখা গুরঙ এর উপস্থিতি যিনি ১৯৬৯ থেকে দীর্ঘ ৩৭ বছরের বেশী সময় ধরে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন বিভিন্ন প্রান্তে।১৯৭১ ও পরবর্তী যুদ্ধে অংশ গ্রহণ করেন।তার বক্তব্য উপস্থিত সবার মন জয় করে। প্রতিবেশী সংগঠনের সম্পাদক , সজলকুমারগুহ জানিয়েছেন ওই খবর। শিবমন্দিরস্থিত সরোজিনী সংঘ ও পাঠাগারের তরফে বুধবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ভারতের ত্রিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন করেন পাঠাগারের সভাপতি তথা আঠারোখাই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অভিজিৎ পাল ।প্রজাতন্ত্র দিবসের মাহাত্ম বর্ণনা করে দেশ দশের প্রতি আরও দায়বদ্ধ হওয়ার আহ্বান জানান পাঠাগারের অন্যতম পাঠক সজল কুমার গুহ।
শিলিগুড়ি পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডের চয়নপাড়া নিউ যুবক সংঘে এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি শহরের গর্ব পাওয়ার লিফটিংয়ের চ্যাম্পিয়ন নীহার রঞ্জন ঘোষ।ক্লাবের তরফে স্বাধীন সাহা বলেন, এদিন এলাকায় স্যানিটাইজেশন হয়েছে এবং পথ চলতি মানুষকে মাস্ক বিতরন করা হয়েছে। দার্জিলিং ডিসিরিক্ট লিগ্যাল এইড ফোরামের উদ্যোগে ও ব্যবস্থাপনায় তরাইয়ের চা বলয়ের বিভিন্ন খেলগাওঁতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে জাতীয় পতাকা তুলে দেন ফোরামের সভাপতি অমিত সরকার।
#পতাকা উত্তোলনে গৌরিশঙ্কর ভট্টাচার্য
বুধবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে শিলিগুড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী সুবীন ভৌমিক এর নির্বাচনী কার্য্যালয়ে পতাকা উত্তোলন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক গৌরিশংকর ভট্টাচার্য্য। সুবীনবাবু এবং তাঁর সহ কর্মীরা বেশ খুশি গৌরিশঙ্কর ভট্টাচার্যকে পাশে পেয়ে
#রক্তদানে প্রার্থী
শিলিগুড়ি পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডের বি জে পি প্রার্থী অমৃত পোদ্দার বুধবার দেশের ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঘোগোমালি ফুটবল কোচিং সেন্টার আয়োজিত রক্তদান শিবিরে রক্ত দান করেন।
#পড়াশোনার সামগ্রী বিতরণ
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বুধবার শিলিগুড়ি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এবং সমাজসেবী কুন্তল রায়ের সহযোগিতায় এলাকার ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সামগ্রী বিতরণ করা হয়। করোনা পরিস্থিতিতে বর্তমান সময়ে পড়াশোনায় পিছিয়ে পড়েছে ছাত্রছাত্রীরা। স্কুল কলেজ বন্ধ থাকার কারণে বাড়িতে বসে অনলাইনে পড়াশোনা করছে ছাত্রছাত্রীরা। তাদের কথা মাথায় রেখে ছোট ছোট ছাত্র ছাত্রীদের মনোবল ও উৎসাহ বাড়ানোর জন্য বুধবার প্রায় ১৫০ জন ছাত্র-ছাত্রীর হাতে পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হয়।