দেশের জন্য যাঁরা সবসময় সেবা দিয়েছেন সেই অবসরপ্রাপ্ত সেনা কর্মীদের জন্য সেবামূলক অনুষ্ঠান, এগিয়ে এলো জি এইচ আর পিস ফাউন্ডেশনও

নিজস্ব প্রতিবেদন ঃ সারা জীবন তাঁরা ভারতীয় সেনাবাহিনীতে কাজ করতে গিয়ে দেশের সেবা করেছেন। আজ তাদের কেও বার্ধক্যে পৌঁছেছেন, কেও আজ অসুস্থ।কেও আবার প্রয়াত হয়েছেন,কেও সেনাবাহিনীতে কাজ করতে গিয়েই প্রয়াত হয়েছেন।দেশের প্রতি ভালোবাসা থেকেই তাঁরা ভারতীয় সেনাবাহিনীতে নাম লিখিয়েছিলেন। কেও তুষার ঝড়ের মধ্যেও কর্তব্য থেকে এক বিন্দু সরে আসেননি, কেও শত্রুপক্ষকে কাবু করে নিজে শহিদ হয়েছেন।তবুও তেরঙ্গা ছাড়েন নি। সেই সব অমর শহিদ সেন কর্মীদের পরিবার বা অবসরপ্রাপ্ত বৃদ্ধ সেনা কর্মীদের ভোলে নি ভারতীয় সেনাবাহিনী।ভারতীয় সেনা বাহিনী কৃতজ্ঞ চিত্তে স্মরন করছে ভারতীয় সেনাবাহিনীর এইসব অবসরপ্রাপ্ত বীর যোদ্ধাদের অসামান্য অবদানকে।তাই ২২শে নভেম্বর বুধবার ডুয়ার্সের বাগরাকোট সেনা ছাউনিতে ভারতীয় সেনাবাহিনীর ৩৩১ নম্বর চান্দা কোম্পানি বিভিন্ন সেবামূলক কর্মসূচির আয়োজন করে। এক্স সার্ভিসম্যান র‍্যালি ক্যাম্প নাম দিয়ে সেই শিবির অনুষ্ঠিত হয় সারদিন ধরে। সেখানে অবসরপ্রাপ্ত সেনা কর্মী এবং তাদের পরিবারদের যেমন সংবর্ধনা বা সন্মান জানানো হয় তেমনই স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর তরফে অবসরপ্রাপ্ত বিভিন্ন সেনা কর্মী ও তাদের পরিবারের স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ বিতরন করা হয়।সেনাবাহিনীর তরফে মেজর বিকাশ সিং সেই শিবিরে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান স্বেচ্ছাসেবী সংস্থা জি এইচ আর পিস ফাউন্ডেশনকে।বোন মিনারেল টেস্ট করানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে জি এইচ আর পিস ফাউন্ডেশনকে আবেদন জানান মেজর বিকাশ সিং। আর সেই আবেদনে সাড়া দিয়ে জি এইচ আর পিস ফাউন্ডেশন সেই শিবিরে অবসরপ্রাপ্ত সেনা কর্মীদের জন্য বোন মিনারেল ডেনসিটি টেস্টের আয়োজন করে। এরজন্য তাঁরা কলকাতা থেকে যন্ত্রপাতি এবং লোকজন নিয়ে আসেন বলে জি এইচ আর পিস ফাউন্ডেশনের বিশিষ্ট সমাজসেবী দীপিকা বন্দ্যে এবং বিন্দু শর্মা জানিয়েছেন। শিবিরে জি এইচ আর পিস ফাউন্ডেশনের তরফে ডিরেক্টর বিন্দু শর্মা, দীপিকা বন্দ্যে,সহ সভাপতি পম্পা রায়,সক্রিয় সদস্যা সাগরিকা তেওয়ারি, রাধিকা রানা,স্বর্নদীপা দাস প্রমুখ উপস্থিত ছিলেন। জি এইচ আর পিস ফাউন্ডেশনের এই সেবামূলক কাজের তারিফ করেন সেনাবাহিনীর আধিকারিকরা।এই কাজের জন্য ব্রিগেডিয়ার সঞ্জয় আহুজা সন্মান স্মারক তুলে দেন জি এইচ আর পিস ফাউন্ডেশনকে। জি এইচ আর পিস ফাউন্ডেশনের ডিরেক্টর বিন্দু শর্মা এবং দীপিকা বন্দ্যে জানিয়েছেন, তাদের এই ধরনের মানবিক ও সামাজিক কাজ ধারাবাহিকভাবে চলতে থাকবে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—