নিজস্ব প্রতিবেদন ঃ কর্ম সংস্থান এখনকার সময়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সমস্যা। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে।সেই কারনে অনেকেই স্বনির্ভরতার ওপর গুরুত্ব দিচ্ছেন। আর সেই স্বনির্ভরতায় ছাগল প্রতিপালনও বেশ গুরুত্ব পাচ্ছে।
এই অবস্থায় তিস্তা নদীর চরে দেশী ছাগল প্রতিপালন করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন এক চাষী,তার নাম শচীন রায়। শচীনবাবু এমনিতে চাষবাস করেন।তার সঙ্গে ছাগলও প্রতিপালন করেন। আর ছাগল প্রতিপালন করে এখন যথেষ্ট লাভের মুখ দেখছেন তিনি। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী নন্দনপুর অঞ্চলের প্রসন্ন নগর পাড়া ৫ নম্বর তিস্তা নদী সংলগ্ন এলাকার একজন স্থায়ী বাসিন্দা হলেন শচীনবাবু।তিনি বলেন, মূলত চাষবাস করলেও বিগত কয়েক বছর ধরেই তিনি ছাগল প্রতিপালন করে আসছেন। আর হিসেব-নিকাশ করে দেখেন চাষবাসের চাইতে ছাগল প্রতিপালন করে অনেকটাই অর্থ উপার্জন করতে পারছেন। যদিও ছাগল প্রতিপালনে খানিকটা অসুবিধার মধ্যেও পড়তে হয় কারণ একটু অসতর্ক হলেই শিয়ালের দল ছাগল এবং ছাগলের শাবক নিয়ে চম্পট দেয়। মনোযোগ এবং সতর্কের মধ্য দিয়ে ছাগল প্রতিপালন করা হলে তাহলে এই ছাগল প্রতিপালনের যথেষ্টই লাভ রয়েছে বলে জানান শচীন
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—