শিলিগুড়িতে শেষ হল জিতেন্দ্র মোহন দে সরকার টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপ

নিজস্ব প্রতিবেদন ঃ বেঙ্গল স্টেট টেবিল টেনিস এসোসিয়েশন আয়োজিত জিতেন্দ্র মোহন দে সরকার মেমোরিয়াল বেঙ্গল স্টেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশীপ চ্যাপ্টার টু শেষ হল বুধবার। শিলিগুড়ি ভারতনগরে তুফানি সংঘের সহযোগিতায় রেইনবো টেবল টেনিস একাডেমিতে উত্তরবঙ্গের সবগুলো জেলার ছেলেমেয়েদের নিয়ে অনুষ্ঠিত এই টেবিল টেনিসের আসর ঘিরে কদিন ধরে বেশ উদ্দীপনা তৈরি হয়েছিল। ১৯ নভেম্বর শুরু হওয়া এই চ্যাম্পিয়নশীপের সমাপ্তি অনুষ্ঠানে বুধবার বিখ্যাত টেবিল টেনিস ব্যক্তিত্ব তথা অর্জুন মান্তু ঘোষ, প্রয়াত জিতেন্দ্র মোহন দে সরকারের স্ত্রী বাসন্তী দে সরকার, মদন ভট্টাচার্য সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সেখানে এক বক্তব্যে অর্জুন মান্তু ঘোষ বলেন, শিলিগুড়িতে টেবিল টেনিস খেলার প্রসারে একসময় অগ্রনী ভূমিকা পালন করেছিলেন প্রয়াত জিতেন্দ্র মোহন দে সরকার। তাই তাঁর নামে এই টেবিল টেনিস প্রতিযোগিতা হয়ে আসছে। এই প্রতিযোগিতা আয়োজনে যাতে কোনও খামতি না থাকে এবং পুরো প্রতিযোগিতা যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় তারজন্য প্রয়াত জিতেন্দ্র মোহন দে সরকারের পুত্র তথা শিলিগুড়ি জেলা টেবিল টেনিস এসোসিয়েশনের কোষাধ্যক্ষ রানা দে সরকারের প্রচণ্ড পরিশ্রমের তারিফ করেন মান্তু ঘোষ।