নিজস্ব প্রতিবেদন:একলা পথিক, অনেক আকাশ. . .’ আমার জীবনকেন্দ্রিক বৈদ্যুতিন গ্রন্থ। গ্রন্থটির সম্পাদক ডুয়ার্সের বানারহাট নিবাসী চিকিৎসক ডাঃ পার্থপ্রতিম এর অনুজ স্বজন কলকাতা উচ্চন্যায়ালয়ের আইনজীবী অনুপম আচার্য। গ্রন্থনায় রয়েছেন চিকিৎসক এর বন্ধুপ্রতিম পত্রিকা সম্পাদক উৎপল মৈত্র। মূলতঃ এই দু’জনের উদ্যোগ ও পাগলামীর ফসল এটি বলে জানিয়েছেন ডাঃ পার্থপ্রতিম। দেশ- বিদেশের প্রায় পঞ্চাশজন মানুষের কথা, অনুভূতি অক্ষরবন্দী হয়েছে এই বইটিতে। দেশের মন্ত্রী, মৎস্যবিক্রেতা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজমিস্ত্রী, চিকিৎসা মহাবিদ্যালয়ের বিভাগীয় প্রধান, লোকশিল্পী, গবেষক, চা-শ্রমিক, সরকারী আধিকারিক, সাংবাদিক, সঙ্গীত সংগ্রাহক, গৃহবধূ, প্রধান শিক্ষকসহ আরো বহু গুণীজন ডাঃ পার্থপ্রতিমের ফেলে আসা দিনগুলি নিয়ে মুখ খুলেছেন, কলম ধরেছেন বা আঙুল রেখেছেন ল্যাপটপের কী-বোর্ডে। যারা ডাঃ পার্থপ্রতিমের কাছের মানুষ- পাশের মানুষ। সকলকে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন ডাঃ পার্থপ্রতিম । হোয়াটসঅ্যাপে বন্ধুদের কাছে শুক্রবার আত্মপ্রকাশ করলো বইটি . . .
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—-