১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলছে স্কুল, শিলিগুড়িতে উন্নয়ন বৈঠকে মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদনঃ আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যে খুলছে স্কুল। সোমবার শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকে মুখ্যসচিবকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে এই নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে পাঁচদিনের সফরে সোমবার শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা হয়। উত্তরকন্যায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার যাবেন কার্শিয়ঙে। মঙ্গল ও বুধবার সেখানে থাকবেন মুখ্যমন্ত্রী। কালিম্পং ও দার্জিলিং জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গেও বৈঠক করবেন। এরপর ২৮ অক্টোবর উত্তরবঙ্গ থেকে গোয়া যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ২০ মাস পরে খুলতে চলেছে এবার স্কুল-কলেজ। প্রথমে নবম থেকে দ্বাদশ শ্রেণি এবং কলেজ খোলা হবে। তারপর অন্যান্য ক্লাস হবে।তবে খোলার আগে স্কুলগুলো পরিস্কার করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।এদিন শিলিগুড়ি উত্তর কন্যায় উন্নয়নের গতি এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী।পর্যটন থেকে স্বাস্থ্য শিক্ষা সব বিষয়েই তিনি উন্নয়নের বিভিন্ন নির্দেশ দেন। রাজ্যে পনের হাজার উপ স্বাস্থ্য কেন্দ্রকেও সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার কথা জানান তিনি।দুয়ারে সরকার বা লক্ষ্মীর ভান্ডারের জন্য যাদের আবেদনপত্র আগে জমা নেওয়ার কাজ আগে বাদ পড়েছে তাদের আবেদনপত্র আবার গ্রহণ করা হবে জগদ্ধাত্রী পুজোর পর থেকে।