নিজস্ব প্রতিবেদন ঃ জলপাইগুড়ি জেলার রাজাগঞ্জ ব্লকের শিকারপুর চা বাগানের দুঃস্থ শ্রমিকদের হাতে বস্ত্র তুলে দিলেন আমরা বেকার নামে সংগঠনের সদস্যরা। রবিবার তারা এই মানবিক ও সামাজিক কাজের উদ্যোগ গ্রহণ করেন।
আমরা বেকার নাম শুনলে মনে হবে, এরাতো বেকার, এরা আর কি কাজ করবে? কিন্ত না, বাস্তবে তা নয়। আমরা বেকার
নাম হলেও তারা যে বেকার বসে থাকতে রাজি নন, তা বারবার প্রমাণ করছেন। এর আগে তারা রাস্তার ধারে পড়ে থাকা অসহায় মানুষদের খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এবার তারা অসহায় মানুষদের বস্ত্র প্রদানের কাজে নামলেন। সংগঠনের সভাপতি আশিস সিং, সম্পাদক সজল দত্ত, কোষাধ্যক্ষ স্বপন দাস,আহ্বায়ক বিবর্তন সাহা ছাড়া অনবেশ লিম্বু, অপর্না জানা, পিঙ্কি সিংহ, নন্দিনী সিংহ, সোমা রায়, সীমা দাস মিলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের এলাকায় বেশ কিছুদিন ধরে ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মী ও অন্যদের থেকে পুরনো জামাকাপড় সংগ্রহ করেন। তারপর সেসব একত্রিত করে শিকারপুর চা বাগানের শ্রমিকদের হাতে তুলে দেন এদিন। এর আগে তারা রায়পুর চা বাগানেও একইরকমভাবে বস্ত্র তুলে দেন। এই ধরনের কর্মসূচি তারা ধারাবাহিকভাবে চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আমরা বেকার সংগঠনের সদস্যরা।