দিনমজুর থেকে রাতারাতি কোটিপতি হতেই নিরাপত্তাহীনতায় ভুগছেন এই লটারি জয়ী ব্যক্তি,আশ্রয় নিলেন থানায়

নিজস্ব প্রতিবেদন ঃ মাত্র ত্রিশ টাকা। আর সেই ত্রিশ টাকা দিয়ে লটারি কেটে সেই দিনমজুরতো কোটিপতি হয়েছেন।কিন্তু এত টাকা একসঙ্গে হলেতো চিন্তাওতো রয়েছে। সমাজে অসৎ এবং লোভী মানুষেরতো অভাব নেই। কোটিপতি হতেই সেই দিনমজুরের আশপাশে কত লোকের আর্বিভাব ঘটতে থাকে! যে মানুষটা দুদিন আগে রাস্তা দিয়ে যাওয়ার সময় চিনতোও না সেও এখন তাঁর কাছে এসে হেসে হসে বলছে,কেমন আছো? কেও আবার শরীরে হাত পা বোলানোর চেষ্টা করছে যদি সেই দিন মজুুর কিছু অর্থ দিয়ে কৃপা।ত্রিশ টাকার দৌলতে রাতারাতি কোটিপতি হয়ে যাওয়া দিনমজুর দেখলেন,এতো মহা মুশকিল। কোটিপতি হওয়ার জেরে তাঁর নিরাপত্তাও নষ্ট হচ্ছে, শেষমেষ পুলিশের আশ্রয় নিয়েছেন সেই দিনমজুর।
কোচবিহার জেলার খবর।সংসারে প্রবল অনটন চলছিল সেই দিনমজুরের। বলতে গেলে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা । কিন্তু হঠাৎ এক রাতের মধ্যে ভাগ্যের চাকা ঘুরে গেল । কোচবিহার জেলার তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের বালাভুত গ্রাম পঞ্চায়েতের ঝাউকুটি এলাকার দিনমজুর আশরাফুল এখন কোটিপতি! রবিবার সন্ধ্যাতে তিনি ৩০ টাকা দিয়ে ১ সেম লটারির টিকিট কাটেন, যার নম্বর ৫০ বি ৯০৯২৮। রাতে ফল প্রকাশের পর তিনি খবর পান প্রথম পুরস্কার পেয়েছেন।মানে এক কোটি টাকা। আর সেই খবর ছড়িয়ে পড়তে অচেনা অজানা লোকেরাও তাড়াতাড়ি তাঁর কাছে আপন হওয়ার অভিনয় শুরু করেন।বাধ্য হয়ে তিনি নিজের নিরাপত্তার স্বার্থে আশ্রয় নিয়েছেন তুফানগঞ্জ থানায়। দিনমজুর থেকে রাতারাতি কোটিপতি হওয়া আশরাফুল হক বলছেন, দিনমজুরের কাজ করলেও মাঝে মধ্যে লটারির টিকিট কাটতেন তিনি। রবিবার সন্ধ্যাতেও তিনি ৩০ টাকা দিয়ে লটারির টিকিট কাটেন।তারপরই ভাগ্য পরিবর্তন। তার বাড়ি ভারত বাংলাদেশ সীমান্তের প্রত্যন্ত গ্রামে।এদিন স্থানীয় কয়েকজন যুবক এবং তার মাকে সঙ্গে নিয়ে নিরাপত্তার স্বার্থে তুফানগঞ্জ থানার দ্বারস্থ হন আশরাফুল।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —