রায়গঞ্জের বাহিন এলাকায় কৃতী ছাত্রী মাইনুরকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদন ঃ এবারের হাই মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের ঝিটকিয়া গ্রামের কৃতী ছাত্রী মাইনুর খাতুন। সে এবারের পরীক্ষায় ৮০০ নম্বরের মধ্যে ৭৯৬ পেয়েছে। তার এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি তার পরিবারের সদস্য, স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ জেলার শিক্ষা অনুরাগী মানুষজন। প্রত্যন্ত গ্রামের দুঃস্থ পরিবারের এই কৃতি ছাত্রীর এই অভাবনীয় সাফল্যকে কুর্নিশ জানাতে তাকে সংবর্ধনা দিল রায়গঞ্জ ব্লক তৃনমুল কংগ্রেস কমিটি ও রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি। এদিন স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানস ঘোষ মাইনুর কে সংবর্ধনা দেন। ফুলের স্তবক নগদ পাঁচ হাজার টাকা দিয়ে মিষ্টি খাইয়ে দেন মাইনুর কে। রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানস বাবু বলেন,মাইনুর আমাদের সকলকে গর্বিত করেছে। সে ভবিষ্যতে চিকিৎসক হতে চায়। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনার যাবতীয় খরচ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হবে। অন্যদিকে, মাইনুর খাতুন বলেন, তার এই সাফল্যে সে খুব খুশি। তার পরিবারের সদস্য ও স্কুল শিক্ষকদের সহযোগিতাতেই এই সাফল্য পেয়েছে সে। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে আগামী দিনে চিকিৎসক হয়ে মানুষের সেবা করাই তার একমাত্র উদ্দেশ্য বলে জানায় মাইনুর।