নিজস্ব সংবাদদাতা,পুরাতন মালদা, ২৫ জুলাই : করোনা সংক্রমণের জেরে সিল করে দেওয়া হল মঙ্গলবাড়ি পুলিশ ফাঁড়ি৷ শুক্রবার মালদা থানার আইসির উপস্থিতিতে ফাঁড়ি সিল করে দেওয়া হয়েছে৷ সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইসি৷
উল্লেখ্য, সম্প্রতি পুরাতন মালদা জুড়ে বেড়েই চলেছে করোনা সংক্রমণ৷ ইতিমধ্যে মালদা থানা ও মঙ্গলবাড়ি ফাঁড়ি মিলিয়ে মোট ৩১ জন পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ার সংক্রামিত হয়েছেন৷ এর প্রভাব পড়েছে পুলিশের স্বাভাবিক কাজকর্মেও৷ তার মধ্যেই নিজেদের কাজ স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ৷ পুলিশকর্মীদের এহেন ভূমিকার প্রশংসাও করছেন এলাকার মানুষজন৷ এরই মধ্যে জানা যায়, মঙ্গলবাড়ি ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, দুই অফিসার সহ কয়েকজন সিভিক ভলান্টিয়ারের লালার নমুনায় করোনা সংক্রমণ ধরা পড়েছে৷ এরপরেই এদিন তড়িঘড়ি করে সিল করে দেওয়া হয়েছে ফাঁড়ি৷ লাল ফিতে দিয়ে ঘিরে ফেলা হয়েছে ফাঁড়ির ভবন৷ এতে এলাকায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে৷