নিজস্ব প্রতিবেদন ঃ টাকা দিলে নাকি দালালদের থেকে মেলে টিকার কুপন। এই অভিযোগ সামনে আসার পর শিলিগুড়ি জেলা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসল শিলিগুড়ি পুলিশ। এখন থেকে আধার কার্ডের জেরক্স কপি জমা দিলেই পাওয়া যাবে টিকার জন্য কুপন। যিনি টিকা নেবেন তাঁকে জমা দিতে হবে নিজস্ব পরিচয়পত্র। এছাড়াও হাসপাতালের তরফে একটি রেজিস্টার খাতাও থাকবে। যেখানে প্রতিদিন কারা টিকা নিচ্ছেন এবং তাদের তথ্য সেখানে লেখা থাকবে।
শুক্রবার জেলা হাসপাতালে সুপারের সঙ্গে আলোচনায় বসেছিলেন ডিসিপি জয় টুডু, এসিপি শুভেন্দ্র কুমার ও শিলিগুড়ি থানার আইসি। সেখানে টিকাকরন কীভাবে হচ্ছে সেসব খোঁজ করেন পুলিশ আধিকারিকেরা। অন্যদিকে হাসপাতালও ঘুরে দেখেন তাঁরা । এতোদিন জরুরি বিভাগের সামনে টিকার কুপন বিলি করা হত।তবে আগামী সপ্তাহ থেকে আউটডোরের টিকিট কাউন্টারের পাশে কুপন দেওয়া হবে।সেখানে সিসিটিভির নজরদারিও থাকবে।