নিজস্ব প্রতিবেদন ঃ শুক্রবার ২৫ শে জুন “শিলিগুড়ি দিবস” উপলক্ষে শিলিগুড়ির গিভ_লাইফ _সোসাইটি নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন এর পক্ষ থেকে শিলিগুড়ি শহরের পরিবেশকে আরো সুন্দর করে তুলতে এবং বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে শহরের বিভিন্ন জায়গায় “বৃক্ষরোপণ” করা হয়।তাদের এই উদ্যোগ এর মাধ্যমে তারা সমাজের প্রত্যেকের কাছে অনুরোধ করতে চান বাড়ির আশেপাশে অন্ততপক্ষে একটি চারা গাছ লাগান। এতে পরিবেশ আরো সুন্দর হয়ে উঠবে ও তার পাশাপাশি গাছপালার অভাবও পূরণ হবে| এই বার্তা নিয়েই তারা আজ শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে|