নিজস্ব প্রতিবেদনঃ ২৬শে মে বুদ্ধ পূর্ণিমা। এই বিশেষ দিনেই গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিসত্বলাভ এবং পরিনির্বাণ হয়েছিল। তাই বুদ্ধ জয়ন্তীর বিশেষ তাৎপর্য রয়েছে। পৃথিবীর মানুষ কেন দুঃখে আছে, দুঃখ থেকে পরিত্রাণের উপায় কি তারজন্য কঠোর তপস্যা করে তাঁর বিরাট দর্শন দিয়ে গিয়েছিলেন গৌতম বুদ্ধ। আজ করোনা আবহে মানুষ যখন খুব দুঃখকষ্টে আছেন তখন বড়ই প্রাসঙ্গিক তথাগতর সেইসব দর্শন। এবার করোনা আবহের জন্য বৌদ্ধ মঠগুলোতে সেভাবে অনুষ্ঠান হচ্ছে না। শিলিগুড়ি হায়দরপাড়ার বিদর্শন ধ্যান আশ্রমের বিহারাধ্যক্ষ মুনিন্দ্র বংশ ভিক্ষু জানাচ্ছেন, আজ করোনা ঠেকাতে আমরা মুখে মাস্ক বেঁধে, সাবান ও স্যানিটাইজারের মাধ্যমে শুদ্ধিকরনে নেমেছি ঠিক তেমনই মনের শুদ্ধিকরনের জন্যও প্রয়োজন গৌতম বুদ্ধের দর্শন। করোনা আবহে হানাহানি, অক্সিজেনের কালোবাজারি, এম্বুলেন্সের অতিরিক্ত ভাড়া কিন্তু প্রমান করছে আজ আমাদের মনের শুদ্ধিকরন চাই নইলে আমরা দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবো না।