ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য

নিজস্ব প্রতিবেদন ঃ মানুষের পাশে লক্ষ্য নিয়ে এগিয়ে চলাই শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টিমের মূল উদ্দেশ্য। তাই পাশের জেলা কোচবিহারে যখন ভয়াবহ ঘূর্ণিঝড়ে ক্ষতি গ্রস্ত বহু মানুষ তখন ইউনিক ফাউন্ডেশন টিম সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিলো। গত এক সপ্তাহ ধরে মাথার উপর ছাদ ছাড়া রয়েছে কোচবিহারের শুটকি বাড়ি ছাড়াও বেশ কিছু গ্রাম। নেই সেখানে বিদ্যুৎ, অন্ধকার আচ্ছন্ন পুরো গ্রাম। তাই ইউনিক ফাউন্ডেশন টিমের সহযোদ্ধারা সেই গ্রামে ক্ষতিগ্রস্ত পীড়িতদের জন্য আশার আলো নিয়ে মেডিকেল কেম্পের ব্যবস্থা করে। পৌঁছে দেওয়া হয়েছে রেশন সামগ্রী । এখনও ওই গ্রামে সাহায্যের প্রয়োজন আছে।