নিজস্ব প্রতিবেদন ঃ তাঁর আসল নাম কবিতামনি বোরা।কিন্তু কাব্যমনি বোরা নামেই তিনি বিভিন্ন মহলে পরিচিত। জন্ম অসমের তেজপুরে।এখন অবশ্য তাঁর ঠিকানা উত্তর বঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল লাগোয়া মেডিক্যাল মোড় এলাকায়। একসময় স্বামীর কর্মসূত্রে এই এলাকায় আসা,তারপর মেয়ের পড়াশোনার সূত্রে এখানে বসবাস।কিন্তু এরমধ্যেই বাংলার কবি সাহিত্যিকদের সঙ্গে অসমের কবি সাহিত্যিকদের মধ্যে এক যোগসূত্র তৈরি করে কবি মহলে আলোচ্য বিষয় হয়ে উঠেছেন।
কবিতা তাঁর নেশা।কড়াইয়ে খুন্তি নাড়তে নাড়তেই অনেক সময় ডুব দেন কবিতা লেখার নেশায়।এভাবে অসমীয়া ভাষাতে দুহাজারেরও বেশি কবিতা লিখে ফেলেছেন কাব্যমনিদেবী।আর বাংলা ভাষাতে লিখেছেন একশোরও বেশি কবিতা। অসমের গুয়াহাটি সদ্য সমাপ্ত সারা অসম কবি সন্মেলনে স্থানীয় বাংলা সংস্কৃতির কবি সাহিত্যিকদের অসমে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্বও নেন তিনি। এর আগে শিলিগুড়ি মেডিক্যাল মোড়ে নিজ উদ্যোগে অসমের এক ঝাঁক কবি সাহিত্যিককে নিয়ে এসে সংবর্ধনা দেন তিনি। সামাজিক বিভিন্ন সমস্যার ওপরও কবিতা লেখেন কাব্যমনিদেবী।তিনি বলেন, কবিতা এবং সুস্থ সাহিত্য সংস্কৃতির প্রচার সমাজে সুস্থ পরিবেশ তৈরি করে। আর নিজের ভাষা সংস্কৃতির পাশাপাশি অন্য ভাষা সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা ভারতীয়তাবোধের শক্ত বন্ধন তৈরি করে। আর সেই ভাবনাতে অসমের বিহুর সঙ্গে বাংলার রবীন্দ্র নজরুল সংস্কৃতির বন্ধন তৈরি করতে আগামীতে কর্মসূচি নিতে চান কাব্যমনিদেবী।তিনি মাঝেমধ্যে অসমের পোশাক মেখলা পড়ে থাকেন বলে স্থানীয় অনেকেই উৎসাহিত হন আর তার জেরে এলাকায় কেও অর্ডার দিলে তিনি মেখলাও সরবরাহ করেন। কাব্যমনি বিশ্বাস করেন, কবিতা সংস্কৃতি পারে মানুষে মানুষে সুস্থ ও শান্তির এক সুদৃঢ় মন তৈরি করতে