যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরের রামকৃষ্ণ পল্লীর পাভেল দাস

নিজস্ব প্রতিবেদন ঃ ডাক্তারি পড়ার জন্য ইউক্রেনে গিয়েছিলেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের পাভেল দাস। সেখানে গিয়ে আটকে পড়েছেন তিনি ।এখন ইউক্রেনে চলছে যুদ্ধের পরিবেশ। এই ঘটনায় যথেষ্টই উদ্বেগের মধ্যে রয়েছে দাস পরিবার। ভারত সরকারের কাছে এখন একটাই দাবি তাদের, সন্তানকে তাদের কাছে ফিরিয়ে দেওয়া হোক। ওই পরিবারের সদস্য ও পাভেলের জ্যেঠু রথিন দাস জানান, বিগত ৩ বছর আগে ডাক্তারি পড়ার জন্য ইউক্রেনে গিয়েছিলো তার ভাইপো পাভেল দাস। এতদিন সব ঠিকই ছিল। কিন্তু বর্তমানে রাশিয়া ইউক্রেনের উপরে আক্রমণ করায় যুদ্ধ শুরু হয়েছে। এমত অবস্থায় তারা যথেষ্টই বিব্রত ও ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন বলে জানান তিনি। সর্বক্ষণ টিভির পর্দায় চোখ রেখে চলেছেন পাভেলের মা অনুপমা দাস। ছেলের সঙ্গে মোবাইলে কথা বলে চোখের জল আর ধরে রাখতে পারছেন না। তার এখন একটাই দাবি ছেলে যাতে ইউক্রেন থেকে তাড়াতাড়ি দেশের মাটিতে বাড়িতে ফিরে আসে। পাভেল টেলিফোনে জানান যথেষ্টই ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে সে। যুদ্ধ শুরু হয়েছে, তারা ঘরের মধ্যেই আছে। সাত তারিখের টিকিট কাটা হয়েছে ফিরতে পারবেন কিনা তাও অনিশ্চিত রয়েছে।