গরিব অসহায়দের পাশে দাঁড়িয়েই ক্রমশ সুস্থ হয়ে উঠছেন ভারতীদেবী

নিজস্ব প্রতিবেদন ঃ ক্রমশই সূস্থ হয়ে উঠছেন প্রখ্যাত টেবিল টেনিস প্রশিক্ষক তথা বঙ্গরত্ন ভারতী ঘোষ। কিছু দিন আগে মস্তিষ্কের রক্তক্ষরনজনিত কারনে তিনি অসুস্থ হলে তাঁর মস্তিষ্কে অপারেশন হয়।এখন চিকিৎসকের তত্বাবধানে তিনি সুস্থ হয়ে উঠছেন বাড়িতে। তবে আপাতত টেবিল টেনিসের সঙ্গে তাঁর সম্পর্ক নেই। যেদিন পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন এবং চিকিৎসক তাঁকে আবার খেলা শেখানোর অনুমতি দেবেন সেদিন থেকে তিনি আবারও টেবিল টেনিস ব্যাট হাতে খেলা শেখানোর কাজে নামতে চান। যদিও বিশ্রামে থাকলেও বাড়িতে বসেই চলছে তাঁর সমাজসেবামূলক কাজ। সম্প্রতি ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটির সমাজসেবী বাবলু তালুকদার এবং ভাস্কর নাগের সহায়তায় দুঃস্থ অসহায় মানুষদের মধ্যে কম্বল বিলি করেন ঘর থেকেই। বিশ্রামরত অবস্থাতেই বিভিন্ন অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছেন ভারতীদেবী।তিনি জানাচ্ছেন, সামাজিক কাজ করলে মন ভালো থাকে।গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারলে তাঁর মন ভালো থাকে। আর মন ভালো থাকার জেরেই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন।