৭৫ বছর পূর্তিতে শিলিগুড়ি আর্য সমিতি

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি পুরসভার ২৭ নম্বর ওর্য়াডের দেশবন্ধুপাড়ায় অবস্থিত আর্য সমিতির চলতি বছর ৭৫তম বর্ষপূর্তি।এই পূর্তি উপলক্ষে সারা বছর ধরে নানান কর্মকাণ্ড গ্রহণ করা হয়েছে।মঙ্গলবার আর্য সমিতির সভা কক্ষে এক সাংবাদিক সন্মেলনে হাজির হন ৭৫ বৎসর উদযাপন কমিটির প্রধান পৃষ্ঠপোষক মেয়র গৌতম দেব, সহকারী পৃষ্ঠপোষক ডেপুটি মেয়র রঞ্জন সরকার, আর্য সমিতির সম্পাদক রানা দে সরকার। অন‍্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন ভাস্কর বিশ্বাস, অনুপ বোস ও ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রশান্ত চক্রবর্তী । সাংবাদিক সন্মেলনে গৌতমবাবু প্রথমে আর্য সমিতির ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানান।গৌতমবাবু জানান এই আর্য সমিতিকে নতুন ভাবে তৈরী করার প্রস্তাব হয়েছে। নতুনভাবে ভবন তৈরী করে তাতে হল ঘর এবং থিয়েটারের যাবতীয় ব‍্যবস্থা করবার পরিকল্পনা রয়েছে। ঐতিহ্যবাহি আর্য সমিতির ইতিহাস শহরবাসির মধ্যে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে ।