সীমান্তে অত্যাধুনিক কাঁটা তারের বেড়া

নিজস্ব প্রতিবেদন ঃ উত্তরবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ রুখতে অত্যাধুনিক কাঁটা তারের ঘেরা দেওয়ার কাজে নেমেছে বিএসএফ। ওই সীমান্ত হবে ‘এন্ট্রি কাট ও এন্ট্রি ক্লাইম্ব’। ইতিমধ্যে এই ফেন্সিং লাগানোর কাজ শুরু করে দিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স। মঙ্গলবার বিএসএফ এর উত্তরবঙ্গের ফ্রন্টিয়ারের আই জি অজয় সিং এমনটাই জানান। পাশাপাশি তিনি আরও জানান পুরনো কাঁটাতারের পরিবর্তন করার উদ্যোগ নিয়েছে বিএসএফ। এছাড়াও মহিলা কনস্টেবল নিয়ে তৈরি করা হচ্ছে বিএসএফ ওমেন ব্যান্ড।