![InShot_20220125_230939324](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2022/01/InShot_20220125_230939324-678x381.jpg)
নিজস্ব প্রতিবেদন ঃ বেশ কয়েকবছর ধরে কিডনি এবং ডায়াবেটিসের সমস্যায় ভুগছে শিলিগুড়ি শান্তিনগরের স্কুল ছাত্রী অন্তরা সরকার। সমস্যা এমনই হয় যে একসময় তাঁর চোখে ছানি দেখা দিলে দৃষ্টি শক্তি চলে যায়। ফলে পড়াশোনাতো দূরের কথা, জীবনই বিষময় হয়ে ওঠে অন্তরার কাছে। অন্তরার বাবা কাঠ মিস্ত্রী আর মা পরিচারিকা। ফলে আর্থিক অনগ্রসরতা আরও বেকায়দায় ফেলে অন্তরাকে।অথচ পড়াশোনার পাশাপাশি ভালো ছবি আঁকতে পারে অন্তরা। এই অবস্থায় খবরের ঘন্টায় তাঁর ওপর প্রতিবেদন প্রকাশ করে সকলের সাহায্য চাওয়া হয়।তাছাড়া ব্যক্তিগতভাবে খবরের ঘন্টার সম্পাদক বাপি ঘোষ বিষয়টি সম্পর্কে মানবিক কারনে শিলিগুড়ি বর্ধমান রোডের দ্য হিমালয়ান আই ইন্সটিটিউটের বিশিষ্ট সমাজসেবী কমলেশ গুহের নজরে পুরো বিষয়টি নিয়ে আসেন। এরপর কমলেশবাবু এবং বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সুপ্রতীক ব্যানার্জী উদ্যোগ নিলে ইনার হুইল ক্লাব অফ শিলিগুড়ি উত্তরায়ন এবং রোটারি ক্লাব অফ শিলিগুড়ি উত্তরায়ন মানবিক মুখ নিয়ে এগিয়ে আসে।তাদের সকলের সহযোগিতায় অন্তরার চোখে ছানি অপারেশন হয়।সে আবার দৃষ্টি শক্তি ফিরে পায়। এরমধ্যেই আবার অন্তরার পড়াশোনার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন মরীচিকা ওয়েলফেয়ার সোসাইটির সমাজসেবী শেখর সাহা।তাঁরা প্রতিমাসে অন্তরাকে পাঁচশ টাকা বৃত্তি দিয়ে সহায়তা করছে। এখন অন্তরা অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে। মঙ্গলবার ইনার হুইল ক্লাব অফ শিলিগুড়ি উত্তরায়ন আবারও অন্তরার সাহায্যে এগিয়ে আসে।এদিন সেই সংস্থার সদস্যারা অন্তরার পড়াশোনার জন্য তার মায়ের হাতে নগদ বেশ কিছু টাকা এবং অন্যান্য সাহায্য তুলে দিয়েছে।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)