করোনা নিয়ে আতঙ্ক নয়,সতর্কতার প্রয়োজন

নিজস্ব প্রতিবেদন ঃ চিনে করোনার ওয়েভ শুরু হয়েছে। তা থেকে আমাদের অনেকে আতঙ্কের মধ্যে পড়েছেন।অনেকের মধ্যে প্রশ্ন জাগছে,এবার তবে কি হবে? অতীতের করোনা ধাক্কা বা করোনা ঘা শুকিয়ে যখন নতুনভাবে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা হচ্ছে তখন আবার কোন করোনার ধাক্কা? কি হবে এবার? শুক্রবার খবরের ঘন্টাকে এসব নিয়ে কিছু কথা জানিয়েছেন বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ স্মরজিৎ বনিক। তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই। তবে সতর্কতার প্রয়োজন রয়েছে