নিজস্ব প্রতিবেদন ঃ দশ বছরে পা দিলো স্নেহাশিস রায়। শনিবার জন্মদিনে বেশ সময় নিয়ে আবৃত্তি করলো এই বালক।সঙ্গে ছবিও আকলো। একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়লেও নিজের মাতৃভাষা বাংলাকে অবহেলা করে না স্নেহাশিস। পড়াশোনার সঙ্গে সৃজনমূলক কাজ এবং ক্যারাটে শিখছে স্নেহাশিস। ওর দাদু সজল কুমার গুহ আন্তজার্তিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক। সজলবাবু বলেন,ছেলেমেয়েরা পড়াশোনার সঙ্গে সঙ্গে যতই সৃজনমূলক কাজ করবে ততই তাদের মন ভালো হবে,পড়াশোনার চাপ থেকে যে স্ট্রেস বৃদ্ধি পায় সেই স্ট্রেস অনেকটা কমে যায় সৃজনমূলক কাজের মাধ্যমে। সব বাড়িতে অভিভাবকরা ছেলেমেয়েদের স্কুলে পাঠানোর সঙ্গে যতই সৃজনমূলক কাজে নিযুক্ত করবে ততই ছেলেমেয়েরা ভালো থাকবে।তার পাশাপাশি মনিষীদের জীবন কাহিনী ভালো করে পড়িয়ে যেতে হবে ছেলেমেয়েদের।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—-