
নিজস্ব প্রতিবেদন ঃ বিগত দুবছর করোনার জন্য সেভাবে পুজো হয়নি।এবার কিন্তু পুরনো রীতি মেনেই নিষ্ঠার সঙ্গে পুজো হবে শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার অবন ঠাকুর সরনির চক্রবর্তী বাড়ির পুজোতে। একশ বছরের পুরনো পুজো এটি।একসময় বাংলাদেশের ঢাকা বিক্রমপুরে পুজো হোত।পুজোয় মহিষ বলির প্রথাও ছিলো। এখন অবশ্য বলির প্রথা নেই। সেই পুজো সম্পর্কে খবরের ঘন্টার দর্শক শ্রোতাদের কিছু তথ্য মেলে ধরলেন বিশিষ্ট সমাজসেবী ও পরিবেশবিদ দীপজ্যোতি চক্রবর্তী। তাঁর স্ত্রী নৃত্য শিল্পী শ্রাবনী চক্রবর্তী মেলে ধরলেন পুজোর বিভিন্ন নিয়ম সম্পর্কে। তিস্তা থেকে মাটি এনে এই পুজোর প্রতিমা তৈরি করতে দেওয়া হয়। পুজোর জন্য তিস্তা মহানন্দা থেকে জল এনে মাকে স্নান করানো হয়।রামকৃষ্ণ মিশনের মতেই পুজো হয়।পুজোর কদিন চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান । তার সঙ্গে চন্ডী পাঠও চলে। পুজোর মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তাও দেওয়া হয়
