নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি মহকুমার গুরুত্বপূর্ণ ব্যস্ত এলাকা হলো শিবমন্দির। সেই শিবমন্দিরে জনবসতি বাড়ছে হু হু করে। তার সঙ্গে সমস্যাও বেড়েছে। এই পরিস্থিতিতে শিবমন্দিরে সিসিটিভি বসানোর আবেদন জানালো শিবমন্দির পঞ্চায়েত রোড ব্যবসায়ী সমিতি। সমিতির নতুন কমিটি গঠন হয়েছে। সেই কমিটির সভাপতি হয়েছেন পিন্টু ভৌমিক, সম্পাদক সুজিত দাস এবং কোষাধ্যক্ষ কিংশুক দাস। সহ সম্পাদক হয়েছেন রনজিৎ সেন।নতুন কমিটির সদস্যরা বুধবার আঠারখাই গ্রাম পঞ্চায়েতের প্রধান যূথিকা রায় খাসনবীশকে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে স্মারকলিপি প্রদান করে। সেই স্মারকলিপিতে সিসিটিভি বসানোর আবেদন জানানোর পাশাপাশি শিবমন্দির আন্ডারপাসের সামনে একশ মিটারের মধ্যে সকল টোটো, অটো ও বাস ও ম্যাজিক অটোগুলোর স্থান পরিবর্তন করার অনুরোধও করা হয়। বাইক রোমিওদের দৌরাত্ম্য কমানো,শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা,প্রধান সড়কটি মেরামত করা, রাস্তার মোড়ে মোড়ে আবর্জনা ফেলার ডাস্টবিন রাখার আবেদনও জানানো হয়েছে স্মারকলিপিতে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—