যৌন গলির অন্ধকার রাস্তা থেকে আলোয় আসতে চান মুখ ঢাকা এই মহিলারা

নিজস্ব প্রতিবেদন ঃ সমাজ আমাদের উন্নত হচ্ছে, আমরা দাবি করি।কিন্তু কতটা উন্নত হয়েছে, এ প্রশ্নও দেখা দিয়েছে। সমাজে যারা যৌন পেশায় নিযুক্ত তাদের দেখলে বা তাদের কথা বললে আমরা নাক সিঁটকে ফেলি।কিন্তু কেন তাঁরা এই পেশায়,কিভাবে তাঁরা এই পেশা থেকে মূল স্রোতে ফিরতে পারেন কতজন ভেবেছি? বা ভাবলেও কতজন তাদের জন্য কাজে নেমেছি? সেদিক থেকে কিন্তু শিলিগুড়ি রাজবংশী রিপ মিনিস্ট্রির সমাজসেবী কৌস্তভ দত্ত এবং রোজলি দত্ত ব্যতিক্রমী এক মানবিক প্রয়াস নেওয়া শুরু করেছেন।অনেকেই অভাবের তাড়নায় যৌন পেশায় নাম লেখাতে বাধ্য হয়েছে। কিন্তু যদি তাদের অভাব দূর করা যায় তবেতো তাঁরা মূল স্রোতে ফিরতে পারেন। তাই তাদেরকে স্বনির্ভর করার এক শুভ প্রয়াস শুরু হয়েছে। কৌস্তুভ দত্ত এবং রোজলি দত্ত জানিয়েছেন, তাদের প্রশিক্ষক বিভিন্ন যৌন পল্লী এলাকায় চলে যাচ্ছে। তারপর বিউটি পার্লার কিভাবে করতে হয় তার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যৌন পেশার সঙ্গে যুক্ত অনেক মহিলা বিউটি পার্লার প্রশিক্ষণ নিয়ে যৌন পেশাকে বিদায় জানাতে চায়।তিন মাস পর পর একেকটি এলাকায় গিয়ে তাদের এই প্রশিক্ষণ হবে বলে কৌস্তভবাবুরা জানিয়েছেন। ইতিমধ্যে তাঁরা সাড়াও পাচ্ছেন। অন্ধকার জগত থেকে স্বনির্ভরতার মাধ্যমে আলোর জগতে প্রবেশ করুন এই মহিলারা সেটা চাইছেন অনেক শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ। তাঁরা কৌস্তভবাবুদের এই ব্যতিক্রমী সামাজিক ও মানবিক কর্মসূচিকে কুর্নিশ জানাচ্ছেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-