নিজস্ব প্রতিবেদন ঃ বিজ্ঞান ছাড়া সমাজ ও সভ্যতা এগিয়ে যেতে পারে না। ছেলেমেয়েরা অন্ধ কুসংস্কার ছেড়ে যতই বিজ্ঞানের আলোকে উদ্দীপ্ত হবে ততই দেশ ও সমাজের মঙ্গল। তাই ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে তুলতে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির বুড়াগঞ্জ লাগোয়া তরাই ইন্টারন্যাশনাল স্কুলে তিন দিন ধরে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী, আলোচনা,ক্যুইজ এবং সিনেমা দেখানো হলো।মাটিগাড়ার উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র ওই বিশেষ প্রয়াস নেয়।বিভিন্ন বৈজ্ঞানিক সামগ্রী সেখানে দেখানো হয় ছাত্রছাত্রীদের।ছাত্রছাত্রীরা সেই সব সামগ্রী স্পর্শ এবং পর্যবেক্ষণের মাধ্যমে হাতেকলমে অনেক শিক্ষা গ্রহণ করে। বিজ্ঞান মডেলগুলোর মধ্যে ছবি বাতাসে সুর,প্লাজমা,লিভার, কৃষি যন্ত্রপাতি, শঙ্কুচ্ছেদ,মোবাইল ফোন এন্ড দ্য স্মার্ট ভিশন প্রভৃতি। অনুষ্ঠানে বিজ্ঞানের কিছু সমীকরণের মাধ্যমে ছাত্রছাত্রীদের ম্যাজিক দেখানো হয়।সেই সব ম্যাজিক দেখে ছেলেমেয়েরা বিজ্ঞানের প্রতি আরও আগ্রহী হয়ে ওঠে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়ে একদিন ক্যুইজও অনুষ্ঠিত হয়।তার পাশাপাশি বিজ্ঞান বিষয়ক সিনেমাও সেখানে প্রদর্শিত হয়।সবমিলিয়ে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলা এবং বিজ্ঞানকে আরও জনপ্রিয় করে তুলতে উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের এই প্রয়াসকে তারিফ করে ধন্যবাদ জানানো হয় তরাই ইন্টারন্যাশনাল স্কুলের মাধ্যমে। শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি থানার একটি প্রত্যন্ত এলাকা হলো বুড়াগঞ্জ।সেই প্রত্যন্ত গ্রাম এলাকা থেকে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা এবং স্বাস্থ্য সচেতনতার প্রসারে তরাই ইন্টারন্যাশনাল স্কুল এবং তরাই বি এড কলেজ যে প্রয়াস ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে তা এককথায় নজিরবিহীন। সেখানকার অন্যতম প্রধান কর্নধার তথা শিক্ষক ও সমাজসেবী পুস্পজিৎ সরকার জানিয়েছেন, এবারে এলাকায় ছেলেমেয়েদের মধ্যে বিজ্ঞান মানসিকতা গড়ে তুলতে তাঁরা গত ২১ থেকে ২৩শে জুলাই পর্যন্ত বিজ্ঞান সচেতনতা বৃদ্ধির অনুষ্ঠান করলেন।সমাজের কুসংস্কার বা অন্ধকার দূর করতে এক আশ্চর্য প্রদীপ হলো বিজ্ঞান। ছেলেমেয়েদের মধ্যে যত বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটবে ততই সমাজের উন্নতি হবে। তাই তাদের এইসব কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে বলে পুস্পজিৎবাবু জানিয়েছেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —
https://youtu.be/eJicA2Dl4fQ