নিজস্ব প্রতিবেদন ঃ শনিবার ছিল গুরুপূর্নিমা তিথি।এই বিশেষ তিথিকে সামনে রেখে এদিন শিলিগুড়ি শহর লাগোয়া সাহুডাঙি শ্রীরামকৃষ্ণ আশ্রমে বিভিন্ন অনুষ্ঠান হয়। করোনা বিধি মেনে সেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বিশেষ পুজো অনুষ্ঠান শ্রদ্ধা নিবেদন করা হয়। তার সঙ্গে এই বিশেষ দিনের তাৎপর্য ব্যাখা করে আধ্যাত্মিক আলোচনা হয়। অনুষ্ঠানে ভজন সঙ্গীত পরিবেশন করেন স্বামী জীবনানন্দ মহারাজ। উপস্থিত ভক্তদের মধ্যে বিলি করা হয় প্রসাদ। বর্তমান করোনা পরিস্থিতিতে যখন বহু মানুষ মানসিকভাবে কিছুটা বিমর্ষ হয়ে রয়েছেন তখন মনকে চাঙ্গা করতে এই ধরনের অনুষ্ঠান বিশেষ তাৎপর্য বহন করে। অপরদিকে শিলিগুড়ি দুই মাইল জ্যোতিনগরের শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির আশ্রমেও শনিবার সকাল থেকে গুরুপূর্নিমা তিথির বিভিন্ন অনুষ্ঠান হয়। সোসাইটির সম্পাদক কমল মজুমদার জানিয়েছেন, এদিন তাদের আশ্রমে গুরুতত্ব বিষয়ক আলোচনা করেন রামকৃষ্ণ মিশন নিবেদিতা শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্রের সম্পাদক মহাতপানন্দজি মহারাজ।ভজন সঙ্গীত, আলোচনা, সন্ধ্যারতির মাধ্যমে অনুষ্ঠানের পরিবেশ অন্যরকম হয়ে ওঠে।