নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়িঃ জলপাইগুড়ি জেলায় গত ২২তারিখ পর্যন্ত সরকারিভাবে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৪৫ জন। পুরসভা এলাকায় করোনায় আক্রান্ত এখনো পর্যন্ত ৭২ জন।মৃত্যু হয়েছে চার জনের।গতকাল থেকে এখনো পর্যন্ত পুরসভা এলাকায় ৬ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে।আজ জলপাইগুড়ি পুলিশ সুপারের সাথে দেখা করে পুলিশকে লকডাউন নিয়ে আরো কঠোর পদক্ষেপ নিতে আবেদন করেন পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জি।
আজ জলপাইগুড়ি জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২৪জন। এর মধ্যে পুর এলাকায় আক্রান্ত হয়েছে ৬জন।ক্রমেই করোনা ভয়াবহ চেহারা নিচ্ছে জলপাইগুড়িতে। সমস্ত করোনা হাসপাতালগুলির বেড প্রায় ভর্তি। নতুন রোগীদের ভর্তি করার জায়গার অভাব দেখাযাচ্ছে।আজ জলপাইগুড়ি পুরসভার ১৮,২৩,২১ ওয়ার্ডে করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। জলপাইগুড়ি পুরসভার পক্ষথেকে আক্রান্তদের বাড়ির এলাকাগুলিকে কনটেইনমেন্ট জোন করার পাশাপাশি গোটা এলাকাগুলিকে জীবানুমুক্ত স্প্রে করা হয়েছে। আজ জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জি জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের সাথে দেখা করে আরো লকডাউন নিয়ে আরো কঠোর হওয়ার আবেদন করেন। পাশাপাশি এখন থেকে জলপাইগুড়ি শহরে দুপুর তিনটা পর্যন্ত মুদিদোকান খোলা থাকবে। শুধুমাত্র ওষুধের দোকান রাত নটা পর্যন্ত খোলা থকবে বলে জানিয়েছেন প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জি।করোনার এই ভয়াবহ চেহারা দেখে রীতিমতো আতঙ্কিত শহরের বাসিন্দারা।