নিজস্ব প্রতিবেদন ঃ বর্ষা শুরু হয়েছে। আর এখন থেকেই তাই শুরু হলো ডেঙ্গু সচেতনতা। শিলিগুড়ি পুরসভা
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় একদিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল শুক্রবার।
ডেঙ্গু প্রতিরোধে পুর কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হলো। স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সির উপস্থিতিতে ওই শিবিরট অনুষ্ঠিত হয়।
প্রতি বছর বর্ষায় শিলিগুড়ি শহরে ডেঙ্গুর প্রকোপ দেখা যায়। ফলে ডেঙ্গু মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু করেছে শিলিগুড়ি পুরসভা। শুক্রবার দুপুরে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে একদিনের ওই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি এর উপস্থিতিতে এই শিবির সম্পন্ন হয়।। পুরসভার কর্মীরা ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় কিভাবে কাজ করবে, কোন বিষয়ের ওপর নজর দেওয়া হবে সেই সম্পর্কে তাদের অবহিত করা হয়।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —