বাজারের মধ্যে দশ দিন ধরে অসুস্থ অবস্থায় পড়ে থাকা বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করলেন এই মহিলারা

নিজস্ব প্রতিবেদন ঃ  এই বর্ষার মধ্যে এক বড় মানবিক কাজের উদাহরণ তৈরি করলো স্বেচ্ছাসেবী সংস্থা জি এইচ আর পিস ফাউন্ডেশন। শিলিগুড়ি গুরুং বস্তি বাজারে ভিখারি সাহানি নামে ৬৫ বছরের এক বৃদ্ধ বিগত দশ দিন ধরে অসুস্থ অবস্থায় পড়েছিলেন।সেই বৃদ্ধের স্ত্রী পুত্র কন্যা আপনজন বলে কেও নেই। গুরুং বস্তি বাজারের এক চিলতে ছোট্ট জায়গার মধ্যে সেই বৃদ্ধ লেবু এবং ধনেপাতা বিক্রি করতেন।একটি ছোট্ট চৌকি,মাথার ওপর সামান্য প্লাস্টিকের সামিয়ানাই ছিলো বৃদ্ধের সংসার। সেই চৌকির ওপরে বসেই লেবু ধনেপাতা বিক্রি করে যা রোজগার হোত তা দিয়ে কোনোমতে তিনি নিজেই রান্না করে খেতেন।তাঁর স্ত্রী অনেক আগেই মারা গিয়েছেন।কিন্তু সংগ্রামের জীবনে আর পেরে উঠছিলেন না বৃদ্ধ ভিখারি সাহানি। বিগত দশদিন ধরে চৌকির মধ্যেই তিনি মরনাপন্ন অবস্থায় বাজারে পড়েছিলেন।
হায়রে মানুষ, মানুষ যদি না হয় মান হুঁশ, তবে সে কিসের মানুষ? অনেকেই বৃদ্ধকে বাজারের মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখলেও কারও আর এগিয়ে আসার মতো মানবিক বোধ জাগ্রত হয়নি।কিন্তু জি এইচ আর পিস ফাউন্ডেশনের বিশিষ্ট সমাজসেবী বিন্দু শর্মা খবরটি পেয়েই মানবিক কারনে নড়েচড়ে বসেন।তাঁর সঙ্গে যোগ দেন শর্মিলা প্রধান, সারিকা গুপ্তা সহ সংস্থার অন্য সদস্যরা।তাঁরা সবাই মিলে সেই বৃদ্ধকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করেছেন। সেই বৃদ্ধ জি এইচ আর পিস ফাউন্ডেশনের তত্বাবধানে জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। বিশিষ্ট সমাজসেবী বিন্দু শর্মা জানিয়েছেন, সেই অসুস্থ বৃদ্ধকে হাসপাতালে ওষুধ কিনে দেওয়া থেকে জামাকাপড়ের ব্যবস্থা সবই করে দিচ্ছেন। সেই বৃদ্ধ সুস্থ হলে তাঁকে বৃদ্ধাশ্রমে পাঠানো যায় কিনা তার উদ্যোগ নেবেন তাঁরা।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —–